ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ
ধন্যবাদ ভালুকা মডেল থানা পুলিশ কে নেশাখোর ধরার অভিযান অভ্যহত থাকুক,মাদক মুক্ত সমাজ চাই । ভালুকা থানার একটি মোবাইল নাম্বার পাবলিক করা হউক,যেখানে মাদক সেবন বা বিক্রি হবে আশে পাশের কেউ দেখা মাত্রই ঐ নাম্বারে জানিয়ে দিবে,(কলার এর নাম গোপন থাকবে) সাথে সাথে পুলিশ এ্যাকশানে যাবে আমার মনে হয় এতে অনেকটা কাজে আসবে।