মাদারীপুর রাজৈর উপজেলা গৃহহীন মোঃ সালমান খাঁ এর পরিবারের মুখে হাসি ফুটালেন সেবামূলক সংগঠন
মাদারীপুর রাজৈর উপজেলা পাইকপাড়া ইউনিয়নে
দীর্ঘদিন গৃহহীন থাকা দামেরচর বাসিন্দা মোঃ সালমান খাঁ এর পরিবারের মুখে হাসি ফুটালেন সেবামূলক সংগঠন (পাইকপাড়া যুব একতা পরিষদ)।
বাবার মৃত্যুর পরে মা-বোন কে নিয়ে থাকতেন কোন রকম খরকুটোর ছাপরা দিয়ে,বিষয়টা সেবামুলক সংগঠন (পাইকপাড়া যুব একতা পরিষদের) সদস্যদের নজরে আসলে,তারা সালমান খাঁ এর পরিবারকে একটা ঘর উপহার দেওয়া উদ্যোগ নেন।
আজ ঘরের কাজের উদ্বোধন হলো।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মীর শাহীন সাহেবের বাবা আব্দুস সালাম,উপদেষ্টা আসাদ,সাধারণ সম্পাদক ইকবাল মাতুব্বর সহ অন্যান্য সদস্যরা।