
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :মোঃমঈন উদ্দিন উজ্জ্বল
হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. আফরোজ হোসাইন (১৪) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম, শিক্ষক কাজী জুনাইদ আহমেদ লস্কর, শাহানা আক্তার, আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “স্কুলে পড়তে যাওয়া এক শিক্ষার্থীর জীবন কোনোভাবেই এভাবে থেমে যেতে পারে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
গত ২৫ নভেম্বর সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামে প্রভাবশালী প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয় পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ হোসাইন। প্রথমে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ নভেম্বর বিকেলে তার মৃত্যু হয়।
নিহত আফরোজ আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জোরালো হয়ে ওঠে।