হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে জমি উপর দিয়ে হালের গাড়ি যাওয়া নিয়ে দু পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। উপজেলার খড়কি গ্রামে শনিবার বিকালে ঘটনা ঘটে। গুরুত্বর আহত ৬জন মাধবপুর হবিগঞ্জ সদর ও বিবাড়িযা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
গ্রামবাসী সুত্রে জানা যায় গ্রামের জজমিয়া ও রশিদ মিয়ার লোকজনের মধ্যে জমির উপর দিয়ে হালের গাড়ি যাওয়া নিয়ে কথা কাটা কাটি হয়। এনিয়ে উভয় পক্ষের লোকজন শনিবার বিকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে বাধে পরে গ্রামবাসীর মধ্যস্থতা সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
আহতরা হলেন তরজ মিয়া (৭৫)আব্দুল কুদ্দুছ (৫২)ইকরাম মিয়া (২৬)রশিদ মিয়া (৪৫) সাহাবুদ্দিন (২৮)দুলাল মিয়া (৩২) জজমিয়া (৫৫)। মাধবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন বিষয়টি আমি অবগত নই।অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।