হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযুক্ত প্রেমিক জাহাঙ্গীর আলম রিংকুকে (২১) এক মাস পর ঢাকার গুলশানের একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোর রাতে মাধবপুরের পুলিশ তাকে গ্রেফতার করে। একইদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাবুল মিয়া চৌধুরী তাকে আদালতে প্রেরণ করলে বিচারক
জাহাঙ্গীর আলম রিংকুকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাহাঙ্গীর আলম রিংকু উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৭ জানুয়ারি সন্তোষপুর গ্রামের এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে জাহাঙ্গীর তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে স্বজনরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা শেষে ১ ফেব্রুয়ারি থানায় জাহাঙ্গীর কে অভিযুক্ত করে মামলা করে।
তারপর থেকে গ্রেফতার এড়াতে আত্বগোপনে চলে গিয়ে ঢাকা গুলশান থানা এলাকায় একটি বাসায় দারোয়ানের চাকুরি নেয় জাহাঙ্গীর ।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করার পর মঙ্গলবার ভোর রাতে মাধবপুর পুলিশের একটি দল জাহাঙ্গীরকে গ্রেফতার করে।