স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন স্হানে গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন যাবত ১১জন ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃত আসামি ১.মোঃ নূর আলী(৪৬),২.কবির মিয়া(২৪), ৩.আল-আমিন(২৭),৪/আমির আলী(৪১),৫.সোহরাব(৫২),৬.মনা মিয়া(৩৫),৬.নূর মিয়া(২৯),৭.মিজান মিয়া(৩৪),৮.ফরিদ মিয়া(৫১), ৯.হুমায়ুন মিয়া(৩৫),১০.আক্তার মিয়া(২২),১১.সোহেল মিয়া(২৪) উল্লেখীত আসামিগণ সর্ব সাং মাধবপুর উপজেলা।
এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান শনিবার ০৫মার্চ দুপুরে গ্রেফতার কৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।