
মোঃমঈন উদ্দিন উজ্জ্বল মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা থেকে রনি মিয়া (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশ ঝুলতে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত রনি উপজেলার বাঘাসুরা গ্রামের কুতুব মিয়ার ছেলে। নিহতের মা রেজিনা বেগম জানান, “গতকাল ১৭ নভেম্বর রাতে রনি ঘর থেকে বের হয়। এরপর আর ফেরেনি। সকালে বাড়ির পাশের গাছের বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।”
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্যা বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।