হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিম নগর ফাঁড়ির পুলিশ ৪০ কেজি গাঁজা সহ গাছ বোঝাই একটি ট্রাক ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়,মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর -মনতলা সড়কের চৌমুহনী বাজার এলাকায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এ. এস. আই. কামরুজ্জামান ও এ. এস. আই.এমরান আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি গাছ ভর্তি ট্রাক (নং ঢাকা মেট্রো ন ১৯-৩০৫৩)এর ভিতর তল্লাশি করে ৪০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো নরসিংদীর রায়পুরা থানার শ্রীরামপুর রেল গেইট এলাকার সহিদ মিয়ার ছেলে তানভীর(৩০)ও একই থানার মেথিগান্ধা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কামাল মিয়া (২৬)।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা স্বীকারোক্তিতে জানায়, ধর্মঘর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আলী আকবরের ছেলে নুরুন্নবীর কাছ থেকে ৪০ কেজি গাঁজা নিয়ে তারা নরসিংদীর দিকে যাচ্ছিল। পুলিশের চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা অভিনব কায়দায় ট্রাকের বডিতে আলাদা টুল বক্স তৈরী করে গাঁজা রেখে এর উপর গাছ বোঝাই করে রাখে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে।