গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, আধুনিক সমাজের প্রতিষ্ঠাতা, গরিব অসহায় নির্যাতিত সর্বসাধারণ মানুষের আস্থার প্রতিক, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব মোঃ এস এম আব্দুর রউফ, এর কথা।
তাঁর রিদয়ে ধারন করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। যখন থেকে, তিনি বুঝতে শিখেছেন তখন থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে নিজেকেত তৈরি করছেন প্রতি নিয়ত।
যার সততা, নিষ্ঠা, ও আদর্শ প্রতি নিয়তই যে কাউকে মুগ্ধ করে দেয়, তাঁর ইমেজের ভেতর খুঁজে পাওয়া যায় মা মাঁটির গন্ধ। তাঁর বিশেষ গুণ হল সদা মিষ্টিভাষী, বিনয়ী ও স্পষ্ট সত্যবাদি। এই ক্লীন ইমেজের নেতৃৃত্বের প্রতি রয়েছে, সাধারণ নির্যাতিত অসহায় মানুষের শ্রদ্ধা ভরা ভালোবাসা। তিনি নিজের চাওয়ার পাওয়া, নিজের কষ্টের বিষয়টি কখনোই কাউকে বুঝতে দেন না, ক্ষমতা, পদ বিমুখ এই মানুষটি।
আলহাজ্ব মোঃ এস এম আব্দুর রউফ, সুনামধন্য আওয়ামীলীগের সাহসী একজন নেতা, শ্রীপুর উপজেলার, সকল গরিব অসহায় মানুষের নয়নের মণি, সত্য কথার মানুষ নিতি ও আদর্শ বান, মহা মানব, নিপিড়ন নির্যাতনে যিনি সবার পাশে দাড়ান, নিঃসার্থ ভাবে প্রতিবাদ করে যাচ্ছেন। কিছু কুচক্র মহল, কিছু বিশ্বাস ঘাতক উঠে পরে লেগেছে সার্থবাদি এবং বিশ্বাস ঘাতগ, বলিষ্ঠ সত্যবাদি মানবতার এই ফেরিওয়ালাকে, কিছু কুচক্র মহল, কিছু বিশ্বাস ঘাতক, বার বার প্রতি নিয়ত বাঁধাগ্রস্থ করার জন্য, কমর বেধে উঠে পরে লেগেছে। গরিব দুঃখি অসহায়, আশ্রয়হীন নির্যাতিত সাধারণ মানুষ দোয়া থাকলে, কোনো অপশক্তির কার্যসিদ্ধি হয়না আর হবেও না।
মহামারী করোনাকালে, নিজ অর্থয়াণে অসহায় সুবিধা বন্চিত সাধারণ পাশে থেকে নগত অর্থ- সহ করেছেন অনেক সহযোগিতা, শ্রীপুর উপজেলার প্রতিটা এলাকার মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব মোঃ এস এম আব্দুর রউফ এর সহায়তার স্পর্শ। তিনি উপজেলার প্রতিটা এলাকার প্রতিটা পরিবারের যুব সমাজকে সকল ধরনের মাদক থেকে মুক্ত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। জনপ্রিয়তা যার মানবিক সত্তাকে অহংকারী করেনি বরং করেছে অতি মানবিক। জীবন তাকে নিয়ে গেছে সাধারণ মানুষের গভীরে-জীবনের কাছাকাছি। তিনি শ্রীপুর উপজেলায় নিরাপদ একটি পরিবার দিতে চান, তিনি চান সবসময় প্রতিটা ফ্যামিলি, সুস্থ ভাবে, সুখি পরিবার নিয়ে বাঁচা ও তার উপজেলার প্রতিটা পরিবার, সেই আশায় রাতদিন, প্রতিবাদ করতে থাকেন নেশা ও জোয়া দুর করতে, সে মানুষটি আর কেউ নয়, বাংলাদেশে আওয়ামীলীগ এর সাহসী একজন নেতা, শ্রীপুর, জন সাধারণের আস্থা ভাজন, যিনি সবসময় শ্রীপুর উপজেলা বাসির অসহায় নির্যাতিত সহায় সম্বলহীন সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন, তিনি আর কেউনা মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব মোঃ এস এম আব্দুর রউফ।