শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
খান সেলিম রহমান, শুধু নামেই নয়, গুনে যার পরিচয়।
ভোলা লালমোহন ধলি গৌরনগর নগর ৮ নং ইউনিয়নের গর্ব বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর মিয়া- ও মাতা জরিফা খাতুন, উনাদের সুযোগ্য সন্তান। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, মাতৃজগত টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মিডিয়া জগতে যিনি দীর্ঘ সময় ধরে প্রযোজনা ও পরিচালক হিসেবে ছিলেন, বর্তমানেও আছেন, ঢাকা মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, রাজনৈতিক জীবনে একটি সংগঠনের সাথে আছেন, সে সংগঠনটি হলো, বাংলাদেশ জাতির পিতা পরিষদ কেন্দ্রীয় কমেটির সহ-সভাপতি ও বাংলাদেশ জাতির পিতা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি, মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমান।
বৈবাহিক জীবনে তিনি বিবাহিত, তার একমাত্র ছেলে খান সিফাত রহমান (রাফি)। উনারা ০৬ ভাই ০১ বোন, ০৭ ভাইবোনের মধ্যে তিনিই সবার বড়, পরম পরম করুণাময় দয়ালু মেহেরবান মহান আল্লাহ্ তায়ালার মেহেরবানিতে, উনার পিতা-মাতা এখনো বেঁচে আছেন। উনার স্থায়ী ঠিকানা, ভোলা লালমোহন ধলি গৌরনগর ৮নং ইউনিয়ন, তিনি বর্তমানে ৮৭সেনপাড়া মিরপুর ১০ ঢাকা ১২১৬ এ বাস করেন।
খান সেলিম রহমান তিনি, সব সময় অসহায় নির্যাতিত সাধারণ মানুষের সেবা করতে বেশি ভালোবাসেন, মহামারী করোনাকালে নিজ অর্থয়াণে অসহায় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করে করেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনার সহায়তার স্পর্শ রয়েছেন, কয়েক মাস আগে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, জামালপুর সহ- বেশ কিছু যায়গার বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে, মাতৃজগত পরিবারের পক্ষ থেকে শুক্ন খাবার, বিশুদ্ধ খাবার পানি, বিস্কুট, চিরা মূড়ী, খাবার সেলাইন, গামছা, বিভিন্ন জরুরি ঔষধপত্র দিয়ে সহযোগীতা করেছেন, মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমান।
খান সেলিম রহমান, এই মহান মানুষটি নিজের দুঃখ কষ্ট গুলো কখনো কাউকে বুঝতে দেননা। সাদা মনের এই মানুষটি সর্বদা স্পষ্ট ও সুমিষ্টবাসি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননা। মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করছি, পরম পরম করুণাময় দয়ালু মেহেরবান মহান আল্লাহ্ তায়ালা যেন, উনাকে সব সময় ভালো রাখেন সুস্থ রাখেন।