মোঃ নুরুল আমিন,
জেলা ব্যুরো মানিকগঞ্জ:
আজ ১৩ অক্টোবর ২০২২ইং
বৃহস্পতিবার) দুপুর ১২ঃ০০ টায় হরিরামপুর উপজেলা চত্তরে র্যালি, মহড়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন ফর অল’ অর্থাৎ ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে হরিরামপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ, বলড়া ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন খান কুন্নু,
রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, হরিরামপুর থানা পুলিশ পরিদর্শক তৌহিদ, হরিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ মজিবর রহমান শিকদার, হরিরামপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা জানান, প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে এ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসটি উদযাপন হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় হরিরামপুরে ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় জনগনকে কিভাবে গ্যাস সিলিন্ডারে আগুল লাগলে তা নেভানো যায় এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।