মোঃ নুরুল আমিন, জেলা ব্যুরো মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চর বংখুরি গ্রামে দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভূমিখেকোদের দৌরাত্ম।
বিভিন্ন ফসলী জমিসহ নদীর মাটি খনন করে বিভিন্ন স্থানে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যাক্তি।
সরেজমিনে জানা যায়, হাটিপাড়া ইউনিয়নের চর বংখুরি গ্রামের ইছামতি নদী থেকে দীর্ঘদিন যাবত অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে হারুকান্দি উপজেলা ইউপি সদস্য মোঃ আরিফ ও শাহীন মোল্লা। বালু উত্তোলনের ফলে হুমকির মুখে ইছামতি নদী তীরের ফসলী জমি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, আরিফ ও শাহীন দীর্ঘদিন যাবত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলেও তাদের বিরুদ্ধে কেও কথা বলার সাহস পায় না। গত কয়েকদিন আগে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন কিছু পাইপ ভেঙে গেলেও আবার তা জোড়া লাগিয়ে দিন রাত কাজ করে যাচ্ছে। সরকারি আদেশ অমান্য করে অবৈধ বানিজ্য চালিয়ে যাওয়ায় এ ভূমি দস্যুদের খুটির জোড় কোথায় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
আরো জানা যায়, এসব অবৈধ ড্রেজার বানিজ্যের সাথে সম্পৃক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন না করলে ভয়ংকরভাবে ধ্বংসের মুখে পতিত হবে কৃষি জমি।
এ বিষয়ে শাহীন মোল্লা জানান আরিফ মেম্বার একাই এ কাজ করছে। তিনি এ ড্রেজারের সাথে সম্পৃক্ত নেই।
সাংবাদিক আসার খবর পেয়ে মুঠোফোনে তাদের বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন হারুকান্দি ইউপি সদস্য আরিফ।
হাটিপাড়া ভূমি কর্মকর্তা লিপি আক্তার জানান, হাটিপাড়া থেকে অন্যত্র বদলি আদেশ হওয়ায় হাটিপাড়ায় আজই আমার শেষ কর্মদিবস। আরিফের অবৈধ ড্রেজারের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।