মোঃ নুরুল আমিন জেলা ব্যুরো মানিকগঞ্জঃ ১৩ আগষ্ট ২০২৩ (রবিবার) মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় প্রেমের টানে কার্তিক সূত্রধর (২৮) নামের এক যুবক ধর্মান্তরিত হয়ে এক মুসলিম তরুণীকে বিয়ে করার ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার জুয়ান সতরা গ্রামের আজিজার রহমানের মেয়ে আর্জিনা বেগমের(২৫) সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয়ের সূত্রে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার সাতানী গ্রামের কার্তিক সূত্রধরের গত ৯ মাস পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
আরো জানা যায়, বড় ভাইয়ের চাকুরির সুবাদে গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুরে বসবাস করত আর্জিনা বেগম। পরিবার থেকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে গত ১১ আগষ্ট ২০২৩ (শুক্রবার) কার্তিক সূত্রধরের হাত ধরে পালিয়ে গাজীপুরে কার্তিকের নিকটাত্মীয়র বাড়ীতে আশ্রয় নেয়। পরবর্তীতে ১২ আগস্ট ২০২৩ কার্তিক সূত্রধরের নিজ বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার সাতানী গ্রামে নিয়ে আসলে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করে আব্দুর রহমান নাম গ্রহন ও ইসলামী রীতি অনুযায়ী ১৩ আগস্ট ২০২৩ রাত ১১:৩০ মিনিটে আর্জিনা বেগমকে বিয়ে করেন।
এ বিষয়ে কার্তিক সূত্রধর জানান, আমি ইসলাম ধর্ম গ্রহন করে মুসলিম হয়ে আর্জিনাকে বিয়ে করেছি। এখন আমার নাম আব্দুর রহমান।