মোঃ নুরুল আমিন জেলা ব্যুরো মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চর বংখুরি গ্রামে দীর্ঘদিন যাবত চলছে অবৈধ ড্রেজারের রমরমা বাণিজ্য।
সরেজমিনে জানা যায়, হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা গ্রামের আরিফ এ ড্রেজার বাণিজ্যের মূল হোতা। হরিরামপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে ইছামতী নদী ও ফসলি জমির মাটি বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চর বংখুরি গ্রামটি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের শেষ প্রান্তে হওয়ায় প্রশাসনের নজরদারি এড়িয়ে এ অবৈধ ড্রেজার বাণিজ্যের অঘোষিত মহারাজ আরিফ। তিনি হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও চর বংখুরী গ্রামের শাহীন মোল্লা তাদের বিরুদ্ধে কেও কথা বলার সাহস পায় না।
এ বিষয় ইতিপূর্বে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে হাটিপাড়া ভূমি কর্মকর্তা মুষ্টিকয়েক পাইপ ভেঙে দিয়ে যায় ও মৌখিকভাবে ড্রেজার বন্ধ করে তা সরিয়ে নেওয়ার জন্য জানিয়ে যায়। অল্প কয়েকদিন বন্ধ থাকলেও পুনরায় রাতের আধারে অবৈধ ড্রেজার চালিয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে প্রশ্ন দেখা দেয় যে এ ভূমিদস্যু আরিফের খুটির জোড় কোথায়?
অবৈধ ড্রেজারের বিষয় জানতে চাইলে মোঃ আরিফ দৈনিক মাতৃজগত পত্রিকার প্রতিনিধিকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেন।
প্রশাসনের নাকের ডগায় কিভাবে এ অবৈধ ড্রেজার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন জানতে চাইলে তিনি জানান বিভিন্ন ভাবে ম্যানেজ করেই চালাচ্ছি তবে লিখিত কোন ডকুমেন্ট নেই।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুল কাইয়ুম খানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী জানান বিষয়টি আমি আপনার কাছ থেকে জানলাম। এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।