এম.এন.হুদা, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার দেউলী গ্রামে মামলার বেড়াজালে আক্কাস আলীর ছেলে আমিরুল ইসলাম আতিক(২৮)।ভুক্তভোগী আমিরুলের সাথে কথা বলে জানা যায় বেশ কয়েক বছর আগে সে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ছলিস কাহানিয়া গ্রাম নিবাসী নুর উদ্দিন ফকিরের মেয়ে ফারিয়া আক্তার (২৪)এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন তাদের সংসার জীবন ভালো কাটলেও টেকেনি তাদের সংসার। ভুক্তভোগী জানান বিয়ের কিছুদিন যেতে না যেতেই তার স্ত্রী ফারিয়া আক্তার বাবার বাড়িতে নাইওর যাওয়ার কথা বলে বেড়াতে যায়। কয়েক দিন পর তাকে আনতে গেলে সে আর সংসার করবে না মর্মে সাফ জানিয়ে দেয়।এদিকে অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আদালতে ১০০ ধারায় অভিযোগ করেন ভুক্তভোগী।সেখানেও ফারিয়া আক্তার আর তার সাথে সংসার করবে না মর্মে সাফ জানিয়ে দেন।এ ব্যাপারে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আশিকুর রহমান রাজু সাহেবের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় বারবার সালিশ করেও তাদের মেলানো সম্ভব হয়নি।ভুক্তভোগী আরো জানান পরবর্তীতে এই বিষয়টি নিয়ে ফারিয়া আক্তার নেত্রকোনা পারিবারিক আদালতে দেনমোহর পরিশোধের জন্য একটি মামলা দায়ের করেন।মামলা নম্বর ০৬/২০।এক পর্যায়ে আমিরুল ইসলাম আতিককে দেনমোহরের ১২৮০০০/-( এক লক্ষ আকাশ হাজার টাকা মাত্র) ও ভরন পোষণ বাবদ ১০৫০০০/-( এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র)পরিশোধ করার জন্য আদালত রায় দেয়। আদালতের রায়ের প্রেক্ষিতে এই পর্যন্ত সর্বমোট ১১৭০০০/- ( এক লক্ষ সতের হাজার টাকা মাত্র) পরিশোধ করেন ভূক্তভোগী।কিন্তু সম্প্রতি ২৭/০৫/২০২২ তারিখ রোজ শুক্রবার গাজীপুর জেলার কোনাবাড়ী কাশিমপুর নিবাসী জামিল এর সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ফারিয়া আক্তার।ফারিয়া আক্তার এলাকায় না থাকায় এ ব্যাপারে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
রায়পুর ইউনিয়নের বিবাহ নিবন্ধক মো: সাইদুর রহমানের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান আদালতের নির্দেশনা পেলে ফারিয়া আক্তার এর দ্বিতীয় বিবাহের কাবিননামা উপস্থাপন করবেন।