নিজস্ব প্রতিবেদকঃ-
মায়ের বিয়ের জন্য পাত্র খুঁজছে ছেলে এমনি একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন পত্র পত্রিকায় ভাইরাল।
খোঁজ খবর নিয়ে জানাযায় BCCB Matrimonial:Heavenly Match নামের ৩ লক্ষ ২০ হাজার ফলোয়ারের একটি ফেসবুক গ্রুপে গত ২ দিন আগে ছেলেটি তার মায়ের বিয়ের জন্য পাত্র চেয়ে পোস্ট করেন।
ছেলেটির লেখা নিম্নে দেওয়া হলোঃ- (বাবা মারা গেছে তাই আম্মুর জন্য পাত্র খুজছি)
যেমন পাত্র চাইঃ
আম্মুর সাথে মানানসই পাত্র খুজছি।অবশ্যই ঢাকার আশে পাশে হলে ভালো। ব্যবসায়ী বা জব হোল্ডার ,শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই।নামাজি হতে হবে মাস্ট। মানে একদম সাদা-মাটা একজন যে আম্মুর জীবনের বাকি চলার পথগুলোর সংগী হবে।৪২-৫০ বয়স হলে ভালো হয়
পাত্রী বিবরন
নামঃ ডলি আক্তার
উচ্চতা : ৫+
বয়সঃ ৪২
শিক্ষাগত যোগ্যতাঃ ৮
ছেলে মেয়েঃ২ ছেলে
বড় ছেলে : ব্যবসা
ছোট ছেলে আমি : অনলাইন ব্যবসা
স্থায়ী ঠিকানাঃ কেরানীগঞ্জ , ঢাকা
পারিবারিক ভাবেই বিয়ে দিতে ইচ্ছুক”