রংপুর বিশেষ প্রতিনিধিঃ
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার (১এপ্রিল)বিকেলে উপজেলার রানীপুকুর ইউনিয়নের এরশাদমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মনোয়ার হোসেন (৩৮), রাণীপুকুর ইউনিয়নের মাদারপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি ঢাকার আগারগাঁও পার্সপোর্ট অফিসের আনসার বাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে এরশাদমোড় থেকে মনোয়ার মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন।রাস্তার অপরদিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক এবং ট্রাকের ড্রাইভারকে আটক করেছে স্থানীয়রা।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে।