মোঃ শাহ আলম মিয়া রংপুর বিশেষ প্রতিনিধি:
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় মাহফুজুর রহমান মনির নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।সে নিজেকে সর্বপ্রকার কঠিন ও জঠিল রোগের চিকিৎসকসহ বিভিন্ন উপাধি ব্যবহার করতেন।
ভারতসহ কয়েকটি দেশের নামধারী ডিগ্রি রয়েছে তার। ক্যান্সার, ব্রেইন টিউমার, কিডনিসহ জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসক তিনি। বিভিন্ন সরকারি বেসরকারী হাসপাতালের বিভাগীয় প্রধানসহ অসংখ্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবি করতেন। গরীব আর দুস্থ মানুষদের সেবার নামে কার্ডের মাধ্যমে হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা। স্হান বদল করে দেশের বিভিন্ন জায়গায় গড়তেন নিত্যনতুন প্রতারনার ফাঁদ।
রবিবার (২২-জানুয়ারী) ভূয়া ডাক্তার মাহফুজুর রহমান মনিরকে (২৮) মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর বাজারের বলদিপুকুর যুব সমবায় সমিতি মার্কেটে চেম্বার খুলে ফি- নিয়ে রোগী দেখার সময় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এএসপি ( ডি- সার্কেল) কামরুজ্জামানের দিক-নির্দেশনায় মিঠাপুকুর থানার (ওসি) মোস্তাফিজার রহমানসহ এসআই-মিজান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করার সময় ডাক্তার নামধারী মাহফুজুর রহমান মনির প্রয়োজনীয় কাগজপত্রাদি,ডাক্তারি সনদপত্র এবং ড্রাগ লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, মাহফুজুর রহমান মনিরকে ভ্রামমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, ডাক্তার নামধারী মাহফুজুর রহমান (মনির) নামে একজনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গাইবান্ধায় তার বাড়ি হলেও, রংপুর চকবাজারসহ বিভিন্ন থানায় ভিন্ন ভিন্ন পরিচয়ে সে রোগী দেখতো।
এএসপি (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, নিজেকে ডাক্তার দাবি করে মাহফুজুর রহমান (মনির) সাধারণ মানুষের সঙ্গে প্রতারনা করে আসছিলো। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ভ্রামমান আদালত তার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।