মোঃ পায়েল মিয়া স্টাপ রিপোর্টারঃ
মিঠাপুকুর উপজেলায় বলদীপুকুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত হয় গবাদীপশু পালনের ট্রেনিং। এখানে উপকারভোগী পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে গবাদীপশু পালন প্রশিক্ষণ দেন। অধ্যায়নরত ছাত্র/ছাত্রী অভিভাবকেরা এখানে অংশগ্রহন করে তারা সঠিকভাবে পশু পালন করে লাভবান হবেন বলে জানান। এই প্রশিক্ষনে পশু পালনের সকল নিয়ম-কানুনসহ কিভাবে উন্নতি করতে পারবেন সকল বিষয় আলোচনা করেন।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার একরামুল হক মন্ডল বলেন, যে সকল বিষয় আলোচনা করা হয় তারা যদি সঠিকভাবে করতে পারে অবশ্যই অধিক লাভবান হবেন। তাছাড়া কেউ যদি কোন সমস্যা মনে করেন আমাদের সহযোগীতা নিতে পারেন। এই প্রকল্পে বর্তমানে পালক কমল রায় এবং ম্যানেজার লিটন বুদ্ধ এই প্রকল্প পরিচালনা করছেন।
অর্থায়নেঃ কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।