মারুফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর আরএমপি কাটাখালী থানার এস আই নুর মোহাম্মদ এর বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক ও অনলাইনে যে অভিযোগ উঠেছে এটা মিথ্যা ও ভিত্তিহীন সাজানো নাটকের গল্প।
তিনি জানান, রাজশাহী উপকন্ঠ কাটাখালী থানাধীন কাপাসিয়া এলাকা থেকে উদ্ধার হওয়া চোরাই গরু ও ছাগল প্রকৃত মালিক কে ফেরত দেওয়া হয়। যার যথার্থ প্রমাণ আছে।
কয়েক জনের যোগসাজেসে এস আই নুর মোহাম্মদের নামে মিথ্যা নিউজ অলাইনে ছড়ানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।এস আই নুর মোহাম্মদ জানায় যে,গত কয়েক দিন আগে এক গাঁজা ব্যবসায়িক মোঃআলিম পিতাঃ আকশেদ আলী কে আটক করা হয় গোবিন্দপুর থেকে এলাকার সকল মানুষ অবগত আছে।তখন এক সাংবাদিক গাঁজা সহ আটক ব্যক্তিকে ছারানোর জন্য সুপারিশ করে।যা এলাকার সকল মানুষের মুখে মুখে এবং চায়ের দোকানে এসে সেই সময় ঐ সাংবাদিক এস আই নূর মোহাম্মদ কে টাকা দেওয়ার প্রলোভন দেখায়।এমন সময় এস আই নূর মোহাম্মদ বলেন আপনার কিছু বলার থাকলে আপনি আমার অফিসার ইনচার্জ ওসি সিদ্দিকুর রহমান স্যার কে বলেন, আমি কিছুই করতে পারবো না।কারন আসামি কে আলামত সহ আটক করেছি।
এস আই নূর মোহাম্মদ ধরনা করছে যে, তার কথা না রাখার কারনে ঐ সাংবাদিক এ ধরনের মিথ্যা ভিত্তিহীন অভিযোগ সাজিয়ে অলাইনে অপপ্রচার ছড়াচ্ছে।
আমাদের অনুসন্ধান প্রতিনধিদল এডভোকেট রানার সাথে যোগাযোগ করলে তিনি বলেন চোরাই গরু ও ছাগলটি আদালতের নির্দেশে থানা পুলিশের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে কাগজ আছে আপনি চাইলে দেখতে পারেন। বনি ও জাহাঙ্গীর এর বিষয়ে এডভোকেট রানা কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন বনি হেরোইন খোর ও জাহাঙ্গীর গাঁজার ব্যবসায়ী কি বলতে কি বলেছেন এটা আমি বলতে পারব না।
এবিষয়ে কাটাখালী থানার অফিসার্স ইনচার্জ সিদ্দিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি আমার যানা নেই যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।