ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার:রাজধানী মিরপুরে শাহ আলী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী তাজুল ইসলাম দেওয়ান গং কর্তৃক দখলকৃত বাড়ি উদ্ধার ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়।
রবিবার শাহ আলী থানাধীন উওর বিছিল এলাকায় এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সোহরাব হোসেন ও তার পরিবার।
মিরপুর উপ পুলিশ কমিশনার কর্তৃক গৃহীত একটি অভিযোগে দেখা যায়- ২০১৯ সালে (৪০৮৮) দলিল মূলে সাবকবলা বিক্রয়নামা হস্তান্তর দলিলের মাধ্যমে উক্ত বাড়িটির জমিসহ মালিক হন মো:সোহরাব হোসেন। যেখানে বাড়িটির বিদ্যুৎ,গ্যাস,পানি বিল সহ সবকিছু মো:সোহরাব হোসেন পরিশোধ করে আসছিলেন।
কিন্তু স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম দেওয়ান গংরা জোরপূর্বক বাড়িটি দখল বাণিজ্যে মেতে উঠেছিলেন।এক পর্যায়ে স্বৈরাচারী সরকারের পতনের পর তাইজুল ইসলাম দেওয়ান পালিয়ে গেলে তার গংরা বাড়িটির মালিক সোহরাব হোসেনকে দেশীয় লাঠি সোটা দিয়ে মারধর করে রেখে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা যায়-তাজুল ইসলাম দেওয়ান এর নামে থানায় একাধিক মামলা ও আরো বাড়ি দখলের অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে মো:সোহরাব হোসেন তার দখলকৃত বাড়িটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা ও উক্ত গংদের শাস্তির দাবি করেন।