বাহাউদ্দীন তালুকদার : রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্বরে এক ভদ্রমহিলা রাস্তা পারাপার হচ্ছিল। ওই সময় একজন ছিনতাইকারী ভদ্র মহিলার ব্যাগ থেকে একটি মোবাইল ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। মহিলার চিৎকার শুনে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেছেন ডিএমপির ট্রাফিক- মিরপুর বিভাগের সার্জেন্ট মোহা: নুর-ই- আলম খান।
শনিবার (০৮ মার্চ ২৫) সকাল আনুমানিক সকাল ১০ঃ৩০ মিনিটে মিরপুর-১ নম্বর গোল চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে মিরপুর ট্রাফিক জোনের মিরপুর-১ নম্বর গোল চত্বরে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মোহা: নুর-ই- আলম খান। সকাল আনুমানিক সকাল ১০ঃ৩০ মিনিটে এক ভদ্রমহিলা রাস্তা পারাপার হচ্ছিল। ছিনতাইকারী ভদ্র মহিলার ব্যাগ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে সার্জেন্ট মোহা: নুর-ই- আলম খান ধাওয়া দিয়ে ওই ছিনতাইকারীকে ধরে শাহ আলী থানার সাব ইন্সপেক্টর আরিফের কাছে সোপর্দ করেন।পরে ছিনতাই মোবাইল ফোনটি উদ্ধার করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়। ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানতে চাইলে সার্জেন্ট মোহা: নুর-ই- আলম খান বলেন, ‘দায়িত্ববোধ থেকেই ঝাঁপিয়ে পড়েছিলাম ওই ছিনতাইকারীর ওপর। এর বেশি কিছু না। ভুক্তভোগী ভদ্র মহিলার ছিনতাই হওয়া তার ফোনটি ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে।