ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার: হেরোইনসহ ১ জন কে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়-শেয়ালবাড়ি মোড় এলাকার হাজী রোড বাঁধন টেইলার্সের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান নেয় তৎকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আনিসুর রহমান জাবেদকে (মাদক ব্যবসায়ীকে) আটক করে।
এ সময় আটকৃত আসামি থেকে ১৫ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
জানা যায় উক্ত আসামির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন মিয়া জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ০৮(খ), মামলা নং:৪৪, তারিখ:২২/১২/২৪ রুজু করা হয়েছে। এছাড়াও মিরপুর মডেল থানাধীন এলাকায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছে পুলিশ।