
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরশাসক ও গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে মিরপুর থানা বিএনপি’র নেতৃবৃন্দরা।
সোমবার রাজধানী মিরপুরের বিএনপি কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়।এ সময় বিক্ষোভ মিছিলটি মিরপুরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দরা।
সাংবাদিকের প্রশ্নে বিএনপি’র নেতৃবৃন্দরা বলেন -কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা ও গুলি চালানো হয়। এতে অনেক ছাত্র জনতা নিহত হলেও এদের পরিবার এখনো বিচার পায়নি। এ সকল হত্যার ইন্ধনদাতা সহ যারা এর সাথে জড়িত তাদের সকলের ফাঁসি চাই।
এই সময় মিরপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বাশার ভূঁইয়া ও ভারপ্রাপ্ত ১ নং যুগ্ম আহ্বায়ক সম আরিফ উল্লাহ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটিতে আরো উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদ রাজা লিংকন, যুগ্ম আহবায়ক মাসুদ আক্তার পলাশ, ১ নং সদস্য আব্দুস সালাম চৌধুরী, সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), সদস্য মিয়া মোহাম্মদ আকরাম হোসেন, সদস্য মিজানুর রহমান শেলী, সদস্য কামাল হোসেন রুবেল, সদস্য হাবিব উল্লাহ হাবিব, সদস্য কাজী শরিফুল ইসলাম হুমায়ুন, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শামীম, ১১ নং ওয়ার্ড সভাপতি মোঃ আফজাল হোসেন, ৭ নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিরাজ, ১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাকিল আহমেদ স্বপন, ১২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহরিয়ার দিল খায়ের শিপু, ১৩ নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হাসান হিমেল, 12 নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলনেত্রী সেলিনা হাফিজ বিউটি, মিরপুর থানা মহিলা দল আহবায়ক নিপা, সদস্য সচিব সেলিনা আক্তার কনিকা সহ মিরপুর থানাধীন সকল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
উল্লেখ্য, মিরপুর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার উপর সহিংসতা ও হত্যা মামলার আসামি করে মামলা দায়ের করা হয়।