স্টাফ রিপোর্টারঃ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খান সেলিম রহমান মাতৃজগত পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করে আরো বলেন আমাদের মিরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নিজাম উদ্দিনের বাবাকে যেন আল্লাহ তা’আলা জান্নাতবাসী করেন এবং তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন
নিজস্ব প্রতিবেদক
মিরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নিজাম উদ্দিনের বাবা হাজী মোঃ রহম আলী মাদবর(৯৫) অদ্য সকাল ৮ ঘটিকায় সেকশন ১২ ব্লক-ই,লেন-৫,বাসানং ৪৩ মিরপুর কালশি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যগ করেন মৃত্য কালে তার ৫ ছেলে ৪ মেয়ে ও অসংখ্য নাতিনাতনি গুনাগ্রহী রেখে গেলেন। মরুহুমের জানাজা অনুষ্ঠিত হয় কালশি জামে মসজিদে।জানাযা শেষে কালশি কবরস্থানে স্ত্রীর কবরের উপরে তাকে সমাহিত করা হয়। মরুহুমে মাফকেরাত কামনায় আগামী মঙ্গলবার বাদ আাসর কালশি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হবে। সকলের উপস্থিত কামনা করছি। শোক জানিয়েছে মিরপুর প্রেসক্লাবের সভাপতি এম. এন. জামান কামাল ও মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রিপন সহ সাংবাদিকবৃন্দ।