রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
ঘোষনা
জামালপুর-মাদারগঞ্জে বিএনপির গণসংযোগ উখিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত। ধানের শীষের বিজয় নিশ্চিতে ঘরে ঘরে কাজ শুরু করুন — লায়ন মো. হারুনুর রশিদ ঢাকা–১২ আসনে আনোয়ারুজ্জামান আনোয়ারকে ধানের শীষে মনোনয়ন দেওয়ার দাবিতে জনতার ঢল ২৪-এর গণঅভ্যুত্থানে নারীরাও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে নেমেছিল: লায়ন মো. হারুনুর রশিদ হবিগঞ্জ-৪ এ নির্বাচনী উত্তাপ বাড়ছে সৈয়দ মোহাম্মদ ফয়সলের সমর্থনে শাহজানপুরে জনসভা আগামীকাল রাস্তা থেকে ধরে কু*পি*য়ে হ*ত্যা করল প্রবাসীকে – ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ: প্রতিপক্ষের হামলায় অটোচালক নিহত, লালমোহনে জনতার উপচেপড়া ঢলে সংবর্ধিত হয়েছেন মেজর হাফিজ বরগুনায় ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লার নির্বাচনী কার্যক্রম জোরদারে সংগঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহের সড়কে গাছ ফেলে ডাকাতি কুয়াশা আর হিমেল হাওয়ায় নীলফামারী জলঢাকায় শীতের আগমনী বার্তা “চট্টগ্রাম অঞ্চলে বৈদ্যুতিক লাইন রক্ষণাবেক্ষণ, ট্রান্সফরমার মেরামত, ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপনসহ নিয়মিত উন্নয়ন ও সংস্কারকাজের কারণে নগরী ও আশেপাশের এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। শেখ হাসিনার মামলায় প্রসিকিউশনের সর্বোচ্চ সাজা দাবি: বিচার, রাজনীতি ও রাষ্ট্রের নতুন বাস্তবতা জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ীরা নির্ধারণ করবে গণভোট কেমন হবে: অ্যাটর্নি জেনারেল বগুড়া উন্নয়নে ধানের শীষের বিজয় ছাড়া বিকল্প নেই — সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ২ নীলফামারীর জলঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জে জনতার ঢল প্রত্যাশা—আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে বিশাল গণসংযোগ চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলায় স্মার্টটিম প্রতিনিধিদের সাথে

মিরপুর বিআরটিএ অফিসে দুদকের বিশেষ অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১১৩৭ বার পঠিত

 

সুমন খান: বিআরটিএ কার্যালয়ে গ্রাহক সেজে যা দেখলেন দুদক কর্মকর্তারা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে কর্মী, দালাল ও আনসারসহ তিনজনকে জিজ্ঞাসাদের আওতায় এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে গ্রাহক সেজে দুদক কর্মকর্তারা এ অভিযান চালান। অভিযানে সম্পৃক্ততা পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। আব্দুর রশিদ (২৭)ও রাসেল দুই মাসে বিনাশ্র কারাদণ্ড করা হয়।

দুদক কর্মকর্তারা জানান, সকালে গ্রাহক সেজে বিআরটিএ কার্যালয়ে আসেন তারা। এ সময় মালিকানা পরিবর্তনের কথা বললে এক দালাল ৩৬ হাজার টাকার বিনিময়ে মালিকানা পরিবর্তন করিয়ে দেয়ার আশ্বাস দেন। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নেয়া হয়।

আগে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাস্টাররোলে কর্মরত এক কর্মীর কাছে গিয়ে তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের সন্ধান পান দুদক কর্মকর্তারা। এতে তাকেও জিজ্ঞাসাবাদে আওতায় আনা হয়।

দালালদের দৌরাত্ম্য কমাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার ও মঙ্গলবার (২৮ ও ৩০ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান চালায়। এছাড়াও চারটি সরকারি দফতরে দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির অভিযোগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) মিরপুর বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-১ অফিসে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে। এ সময় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা গ্রাহক সেজে সেবা নিতে চাইলে দালালদের আনাগোনা দেখতে পান। এছাড়া একাধিক দালাল তাদের পরিচিত বিআরটিএর সংশ্লিষ্ট স্টাফদের দিয়ে কাজ করিয়ে দেওয়ারও আশ্বাস দেন। এনফোর্সমেন্ট টিমের সদস্যরা একজন দালালকে হাতেনাতে ধরেন। তার বিরুদ্ধে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইঞ্জিনিয়ারিং শাখার পরিচালককে অনুরোধ করেন। পরে ওই দালালকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়।

এছাড়া দুদক টিম সংশ্লিষ্ট শাখাগুলোর কর্মকর্তাদেরকে বিআরটিএ-তে বহিরাগত দালাল প্রবেশের বিষয়ে সতর্ক করেন। দালাল ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দুদক টিমকে আশ্বস্ত করে ইঞ্জিনিয়ারিং শাখার পরিচালক। অভিযানের সময় সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র যাচাই করে কমিশন বরাবর প্রতিবেদন দেবে এনফোর্সমেন্ট ইউনিট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991