সেলিম আহমেদ তপুঃ ডিএমপির আওতাধীন মিরপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মুন্সি ছাব্বীর আহমেদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন সাংবাদিকেরা।
মঙ্গলবার ১২ ডিসেম্বর মিরপুর মডেল থানায় শিহাব তালুকদার (এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক) ও ফয়জুল্লাহ স্বাধীন(জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক) এর পক্ষ থেকে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় ওসি মুন্সি ছাব্বীর আহমেদ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে ও সাংবাদিকদের যেকোন বিপদে পাশে থাকার কথা জানান।
সাংবাদিকরা নবাগত ওসির কাছে মিরপুর মডেল থানার আওতাধীন বেশ কিছু স্পটের জনদুর্ভোগের তথ্য জানালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য,গত ৭ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক বদলি প্রজ্ঞাপনে ক্যান্টনমেন্ট থানা থেকে মুন্সি ছাব্বীর আহমেদকে মিরপুর মডেল থানায় বদলি করা হয়।
জানা যায়, মুন্সী ছাব্বীর আহমেদের সাবেক কর্মস্থল ক্যান্টনমেন্ট থানায় থাকাকালীন অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।