মিরপুর হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে মিটিং করলেন ডিআইজি হাবিবুর রহমান খান
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর সাড়ে ১২টায় মিরপুর হাইওয়ে থানায় পুলিশই জনতা, জনতাই পুলিশ এই বিষয়টি সামনে রেখে কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে মিটিং করলেন হাবিবুর রহমান খান, ডিআইজি অপারেশনস পূর্ব বিভাগ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা। এসময় ডিআইজি হাবিবুর রহমান প্রথমে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার ভুক্তভোগী লোকজনের বক্তব্য শ্রবণ পূর্বক হাইওয়ে পুলিশকে করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও মিরপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং কমিটির সকল পদমর্যাদার সদস্য বৃন্দ এসময় বক্তব্য উপস্থাপন করেন। পূর্ব বিভাগের ডিআইজি হাবিবুর রহমান খান এসময়ে কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যকে হাইওয়ে পুলিশকে সহায়তা করতে এবং একসাথে আন্তরিকতার সহিত কাজ করতে বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম, সহকারী পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে সার্কেল, অফিসার ইনচার্জ মিরপুর হাইওয়ে থানা ও মিরপুর হাইওয়ে থানার সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সকল পদমর্যাদার সদস্য বৃন্দ, ওপেন হাউস ডে অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী লোকজন এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।