মোঃ মনিরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার: পরকালে শান্তি এবং দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। ইসলামের শান্তির বার্তা বিশ্বের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম,শান্তির ধর্ম,তাই ইসলামের পতাকাতলে আসলেই প্রকৃত শান্তি অনুভব করা যাবে। গতকাল ( ৬ ফেব্রুয়ারী) সোমবার মির্জাগঞ্জ উপজেলার বৈদ্যপাশা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দারুল আকরাম ( রা:) শিশু সনদ ইয়াতিমখানা হাফেজিয়া নুরানী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর উদ্যোগে ইছালে সাওয়াব ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব খান মোঃ আবুবকর সিদ্দিকি এসব কথা বলেন। তিনি বিশ্বের সকল মুসলিমদের হেফাজতের জন্য আল্লাহ’র কাছে দোয়া করেন।
মাওলানা এ,কে,এম মোতাহার হোসাইন ( সুফি সাহেব হুজুর) এর সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম স্বপন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দার।
উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুফতি মাওলানা মোঃ শামসুল আলম মোহেব্বি। বিশেষ বক্তা ছিলেন আবু সালেহ মোহাম্মদ খাইরুল্লাহ,মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন আহমেদ সাহেব প্রমুখ। বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মো.শহিদুল ইসলাম হাবিব এর একান্ত প্রচেষ্টায় এবং আর্থিক সহযোগিতায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। এ,কে,এম মোতাহার হোসাইন (সুফি সাহেব হুজুর) আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত ঘোষণা করেন।