মোহাম্মদ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর মির্জাগঞ্জে নয়ন নামের এক মাদক ব্যবসায়ীকে হিরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ‘দ্য কান্ট্রি টুডে’ ও ’বিডি পিপলস নিউজ’কে বলেন গতকাল রাতে (১৮ ই জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নয়নকে ধরতে গলে সে দেশীয় অস্ত্র রান্দা নিয়ে খাটের নিচে লুকিয়ে থাকার পরেও দেশীয় অস্ত্র (রান্দা), ৭-গ্রাম হিরোইন এবং ১৪ পিস ইয়াবাসহ আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই, মাদক ব্যবসায়ী নয়ন খান সে দেউলী গ্রামের মৃত: ইউনুচ আলী খানের ছেলে, নয়ন খানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত ২টি আলাদা মামলা হয়েছে যার নং ৮ ও ৯,তাং-১৯-০১-২০২৩ইং।
মাদক ব্যবসায়ী নয়ন খানের বিরুদ্ধে এর আগেরও ৫ টি মাদক মামলা চলমান রয়েছে বলে জানান মির্জাগঞ্জ থানা পুলিশ।