মোঃমনিরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
১৬ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় সুবিদখালি সরকারি র.ই.পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ জলিল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।