মোঃ মনিরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান এর স্ত্রী মোসা.বিলকিস বেগম (৬০) প্রতিপক্ষের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মজিদবাড়িয়া ইউনিয়নের পশ্চিম সুলতানাবাদ গ্রামের সাবেক পুলিশ সদস্য মো.ইসহাক হাওলাদার (দুলাল) (৬৪) ও তার ছেলে সোহাগ (৩৫) মুক্তিযোদ্ধা আঃ মান্নান এর জমিতে গাছের খুটি-চেড়া ও বাঁশ নিয়ে বেড়া দিতে যায়। এসময় বিলকিস বেগম বাঁধা দিতে গেলে লাঠিসোঁটা দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে,এবং তার দুই-হাত মুচড়িয়ে দেয়। তখন বিলকিস বেগম তাদেরকে বলেন আমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি আমি প্রধানমন্ত্রীর কাছে বলবো। তখন তারা প্রধানমন্ত্রীকে নিয়েও বিভিন্ন বাজে ও আপত্তিকর মন্তব্য করেন।
ওই ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মহিলা ইউপি সদস্য মোসা.রেখা পারভীন ও ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা-যায়,মো.ইসহাক হাওলাদার ও তার ছেলে সোহাগ বিভিন্ন রকম অপকর্ম ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। ভয়’তে ওই ইউনিয়নের সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলে না। শান্তিতে ও নিরাপদে বসবাস করার জন্য ওই এলাকার সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।