মোঃমনিরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার:-পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০ বছর পর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি সভাপতি ও মো.জাহাঙ্গীর হোসাইন ফরাজি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার সুবিদখালীস্থ আশ্রাফ পার্টি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুর রশীদ চুন্নু মিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ পিনু,দেলোয়ার হোসেন নান্নু (সাংগঠনিক টিম প্রধান মির্জাগঞ্জ,দুমকি),খন্দকার ইমাম হোসেন নাসির ( সদস্য সাংগঠনিক টিম মির্জাগঞ্জ,দুমকি),শেখ মতিউর রহমান (সদস্য সাংগঠনিক টিম মির্জাগঞ্জ,দুমকি)। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের কাউন্সিলে উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন,উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি। সাধারণ সম্পাদক পদ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসানউল্লাহ পিন্টু সিকদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসাইন ফরাজি। ৩০ জন কাউন্সিলর তাদেরকে ভোট প্রদান করেন। একটি ভোট বাতিল হয়। ১৫ ভোট পেয়ে আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি সভাপতি ও ২৩ ভোট পেয়ে মো.জাহাঙ্গীর হোসাইন ফরাজি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। সর্বশেষ ২০০২ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার সভাপতি ও মো.মোবারক আলী মুন্সি সাধারণ সম্পাদক হন।