মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জ উপজেলার, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দলটির মির্জাগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নু ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর ফরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জাগঞ্জ ইউনিয়নে বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে।
কমিটিতে সভাপতি করা হয়েছে মোঃ তোফাজ্জল হোসেন গাজী ও সাধারণ সম্পাদক মোসাম্মৎ ইরানী জাহাঙ্গীর।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ সাব্বির হোসেন ইসমাইল মাঝি,সহ সভাপতি মোঃ আবুল মোল্লা, মোঃ খলিল মল্লিক, মোঃ হানিফ হাওলাদার , মোঃ ফোরকান হাওলাদার , মোঃ বাদল গোলদার ,মোঃকবির শিকদার ।
যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মোঃ শামীম গাজী, মোঃ নিজাম খান ,মোঃ নাসির উদ্দিন মোহরি।
নব নির্বাচিত সভাপতি বলেন, দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোসাম্মৎ ইরানি জাহাঙ্গীর বলেন, সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দানে আমি বদ্ধপরিকর।