রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
এই শ্লোগানে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত গাইবান্ধার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি রেজাউল করিম ভুট্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরমেয়র মতলুবর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজীব, পৌর কাউন্সিলর রকিবুল হাসান সুমনসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠান কালিন প্রধান শিক্ষক আজমল খান স্যারসহ বিদ্যালয়টির প্রাক্তণ ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীগণ। এছাড়াও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গনে এক মনোঞ্হ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।