গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন (৮১) কে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) দাফন সম্পন্ন করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
শনিবার (২৬ মার্চ) আসরের নামাজের পর মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মরহুম বীর মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শুরুর আগে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন’র নেতৃত্বে এসআই মাসুমসহ পুলিশের একটি দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর মরদেহ যথাযোগ্য মর্যাদায়
মুসলিম নগর গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন সুতু মিয়া,শনিবার সকাল ৮.৩০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, সাত ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।