
মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক বিরোধ নিরসনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারি পূর্ণ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
এছাড়া মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী তুফরীজ এটন, ভিপি জাকির হোসেন, ইকবাল বাহার, সৈয়দ সওকত আহমেদ, আবুল কালাম আজাদ, কামাল উদ্দিন খন্দকার, আবুল বাশার খান, অলিউল্লাহ, শেখ জাকির, মো. আরমান মিয়া, সামাদ মাঝি, গোলাম কিবরিয়া খোকন, রহিম পারবেজ, শুকলাল দেবনাথ, তৈয়বুর রহমান তুহিন ও ইকবাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, আইসিটি কর্মকর্তা রাফীদ উদ্দিন খান, পল্লী বিদ্যুতের এজিএম মেহেদী হাসান চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সমন্বিত পদক্ষেপ, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর তৎপরতা, এবং চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। পরে সকলে মুরাদনগরের সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।