সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু:
মনপুরার মেঘনায় মৎস্য অফিসের অভিযানে বেহুন্দী ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার(৮মার্চ)মেঘনায় অভিযান পরিচালনা করে উপজেলার দাসেরহাট এলাকার সামনে মেঘনা নদী থেকে ৪টি বেহুন্দী জাল ও ৩০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
পরে থানা পুলিশ এসআই দেলোয়ার হোসেন এবং মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিকাল ৫টার দিকে জব্দকৃতজাল হাজিরহাট ঘাটের দক্ষিণ পাশে নদীর তীরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, মেঘনায় অভিযানে ছোট মাছ ধংসকারী অবৈধ সকল ছোট বেহুন্দী ও কারেন্ট জাল জব্দ করি পরে এসব জাল আগুনে পুরে ধ্বংস করা হয়েছে।
এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।
পিক:১,২,৩,৪
ছবির ক্যাপশন:আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে মৎস্য অভিযানে জব্দকৃত অবৈধ জাল।