স্টাফ রিপোর্টারঃ
মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া অসহায় পরিবারের সন্তান মারুফা’র দায়িত্ব নিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
রোববার (১০ এপ্রিল) বেলা দেড়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মারুফাকে শুভেচ্ছা উপহার দেওয়ার সময় বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, মেধাবী মারুফা খাতুনের পরিবার দরিদ্র।
তার মৎস্যজীবী বাবার কষ্টার্জিত টাকায় লেখাপড়া করে সাতক্ষীরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে সে। এ জন্য জেলা প্রশাসন তাকে অভিনন্দন জানাচ্ছে। পাশাপাশি তার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকে শুরু করে লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।
মেডিকেল পড়াকালীন লেখাপড়ার যত খরচ, পুরোটাই রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হবে।
তার মেডিকেল কোর্স শেষ হওয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে যিনিই দায়িত্বে আসবেন, তিনিই মারুফার দায়িত্ব পালন করবেন।
উল্লেখ মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া মারুফা খাতুন সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের আজিত বিশ্বাসের মেয়ে।
২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায় মারুফা। তার মেরিট পজিশন ৩৫৩৪। ২০১৯ সালে তালার শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ ও ২০২১ সালে তালা মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন মারুফা।
এ সময় মারুফা খাতুনের বাবা আজিত বিশ্বাস, তাছলিমা বেগম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় মধ্যে পড়ায় মারুফা খাতুনকে র্যাবের সাতক্ষীরা কোম্পানি কমান্ডার ইশতিয়াক হুসাইন মারুফার বাড়িতে গিয়ে তাকে মেডিকেলে ভর্তির জন্য ৩০ হাজার টাকা সহায়তা করেন।