
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের উদ্যোগে স্বারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পি.এম. ইমরুল কায়েস বরাবর এ স্বারকলিপি প্রদান করা হয়।
এ সময় বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা (বিপিএম), বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি এবং বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তা সহ একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরেও স্বারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন— মোঃ মাহবুব হোসেন, মোঃ রেজাউল করিম, মোঃ রিপন বিশ্বাস তন্ময়, মোঃ আরমান হোসেন ডলার, মোঃ গোলাম মুর্শেদ, মোঃ রাজীব হোসেন, মাহমুদুল হাসান রানা, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ কাশেম আহমেদ, মোঃ আমিনুল ইসলাম, রেজাউল করিম, আহমেদ আলী, ফয়সাল বারী, আমজাদ হোসেন, রাসেল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, জুবায়ের, মোঃ আলমগীর হোসেন, মোঃ ইয়াকুব আলী প্রমুখ।
স্বাস্থ্যখাতের অন্যতম প্রধান সেবাদাতা এই পেশাজীবীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। বিকল্প কোনো পথ না থাকায় শান্তিপূর্ণভাবে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
তাদের দাবি—১০ম গ্রেড বাস্তবায়ন বাস্তবসম্মত ও সময়োপযোগী। এতে যেমন স্বাস্থ্যসেবার মান বাড়বে, তেমনি কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মর্যাদা ও প্রণোদনা নিশ্চিত হবে।
আন্দোলনকারীরা বলেন,“ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।”
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মসূচিটি জেলার বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।