জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহ বিনা আক্তার নামে (২২) এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০মে) দিনগত রাত ১টায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর কমিউনিটি ক্লিনিকের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত বিনা আক্তার ওই এলাকার মৃত বাদশা মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বিনা আক্তার স্বামী পরিত্যক্তা ছিলো মঙ্গলবার (১০) মে দিবাগত রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জামালপুর সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল সজল কুমার সরকার বলেন লাশের গায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে ধারনা করা হচ্ছে।হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলেছ।