তুহিন ইসলাম মেহেরপুরঃ
১০-০৪-২২
মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত কমিটির সভাপতি সাহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে গাংনী স্কুল মাঠে গাংনী উপজেলার ত্রি-বার্ষিক সন্মেলনের ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। ভোটের মাধ্যমে নব নির্বাচিত গাংনী উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা, এডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার এমপি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক সহ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ।