মেহেরপুর প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমদহ প্রাথমিক বিদ্যালয় মসজিদ ও পূর্বপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ সহ সভাপতি তানভীর আহমেদের পক্ষ থেকে বৃহস্পতিবার বাদ জোহর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, আমদহ ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রওশন আলী টোকন, ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি দুরুদ আলী, আমদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিংকন আলী, আমদহ যুব সংঘের সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয়রা সেখানে উপস্থিত ছিলেন।