মেহেরপুর শহরের জেনারেল হাসপাতাল সড়কে ট্যাংকির মাটি ধসে জাহিদুল (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও অপর ৪ জন আহত হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, মেহেরপুর জেনারেল হাসপাতাল সড়কে জার্মান সিটি গার্ডেনে জুবায়দা গুলশান আরার নির্মানাধীন বিল্ডিং এ গত ১১ দিন ধরে ৩০ ফুট গভীর ট্যাংক এর কাজ চলছিল। এলাকাবাসীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত উপেক্ষা করে চলছিল এ কাজ। তোয়াক্কা না করে এ কাজ করতে হঠাৎ আজ দুপুরে মাটি ধসে ৫ জন চাপা পড়ে। মেহেরপুর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় মাটি চাপাতে জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে জাহিদুল নিহত হয়েছে এবং আহত ৪ জন মমিনুল (৩৫) , আজমত (৫৫), যাদু (৪৫) ও ফজুল (৪৪) একই গ্রামের বাসিন্দা।
জুবায়দার বাবা ডিবিএস এর পরিচালক আবু জাফর জানান, যথাযথ নিয়ম মেনে পৌরসভার অনুমতি নিয়ে কাজ চলছিল। তবে এ জমি তার মেয়ের বলে জানান। জুবায়দাকে স্পটে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদস্যরা জানান, অপরিকল্পিত ভাবে কাজ করার কারণে এ দুর্ঘটনা হয়েছে। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply