স্টাফ রিপোর্টার মেহেরপুরঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়ছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ২৫মার্চ গণহত্যা দিবস ও২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর মোঃ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ও জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমদ, বিটিভির সংগীতশিল্পী আশরাফ মাহমুদ এছাড়াও ভার্চুয়াল অনলাইনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসূল, এছাড়াও ভার্চুয়াল অনলাইনে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।