তুহিন ইসলাম মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার দরবেশ পুরে সকাল ছয়টার সময় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয় । মেহেরপুরে সড়কের পাশে বিকল হয়ে দাড়িয়ে থাকা সিমেন্ট বাহী কার্ভাডভ্যানের পিছনে মিনি ট্রাকের ধাক্কায় মিনি ট্রাকের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে। নিতদের পরিচয় এখনো মেলেনি। সদর উপজেলার দরবেশপুরে এঘটনা ঘটে। নিহতদের লাশ ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, আজ সকালের দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে দরবেপুর বাজারে ঢাকা থেকে মেহেরপুর আসা সিমেন্ট বাহী কার্ভাডভ্যান বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি মিনি ট্রাক চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর আসার পথে কার্ভাডভ্যানের পিছনে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার তাদের মৃত্য ঘোষণা করেন। সদর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। ড্রাইভার ঘুমিয়ে পড়ায় এ দুঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।