নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ০২ নভেম্বর ২০২২ইং, দুপুরে জেলার পৌর এলাকার কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার জেলা যুবদল এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
মৌলভীবাজার জেলা যুবদলের এই সমাবেশ নিয়ে উৎসাহের কমতি নেই সংগঠনের নেতাকর্মীদের মাঝে। জেলার ৭ উপজেলার নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেওয়ার ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জেলা ও উপজেলা নেতাকর্মীরা।
জেলা সংগঠনের নেতারা জানান, সমাবেশে প্রধান অতিথি হয়ে আসছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি’র যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান বক্তা হয়ে আসছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি’র যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
জানা যায়, অন্তত ২৫ হাজারের বেশি নেতাকর্মী এই সমাবেশে যোগ দিতে পারেন। সে লক্ষ্যে জেলায় ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
জেলা যুবদলের সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন উজ্জ্বল জানান, সমাবেশে ব্যাপক জনসমাগমের মাধ্যমে ক্ষমতাসীন দলের নানা কটূক্তির জবাব দেওয়া হবে।
তিনি আরো জানান, মৌলভীবাজারে যুবদলের এই সমাবেশ হবে সিলেট অঞ্চলের মধ্যে স্মরণকালের সবচেয়ে বড়। সাত উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন ইনশাআল্লাহ।