নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন:
মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আশঙ্কাজনক হারে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক সেবনে আসক্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তীব্রভাবে মাদকাসক্ত হয়। এর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
জানা যায়, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় খুব সহজেই মাদক কারবারিরা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে। এর মধ্যে ইয়াবা ও গাঁজা সবচেয়ে বেশি বিক্রি হয়। ১৫ থেকে ২৫ বছরের বয়সী কিশোর ও যুবকেরা সবচেয়ে বেশি মাদকাসক্ত হচ্ছে। সবচেয়ে বেশি হচ্ছে স্কুল-কলেজের ছাত্ররা। কোমলমতি শিক্ষার্থীরা মাদকে আসক্ত হলেও শিক্ষাপ্রতিষ্ঠান বা পরিবারের লোকজন এ ব্যাপারে কোনো ভূমিকা রাখছে না। লোকলজ্জার ভয়ে তারা এগুলো গোপন রাখছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এ উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক প্রধান শিক্ষক বলেন, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব মাদক সম্পর্কে সচেতন করা হয়। কিন্তু পারিবারিকভাবে ছেলেমেয়েদের শাসন করা হয় না। যারা মাদক সেবন করে তারা খুব কমই বিদ্যালয়ে আসে। পরিবারের কাছে এ বিষয়ে অভিযোগ করলে তারা তা বিশ্বাস করতে চায় না। সন্ধ্যার পর গ্রামের বাজারগুলোতে অহরহ বিক্রি হচ্ছে মাদকদ্রব্য।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক হাবীব তৌহিদ ইমাম বলেন, স্কুলের কত সংখ্যক ছাত্র মাদকাসক্ত হচ্ছে তার কোনো নির্দিষ্ট তথ্য নেই। আমাদের কাছে মাদকের তথ্য এলে আমরা অভিযান চালাই। মাদকের ভয়াবহতা সম্পর্কে অভিভাবকদের আরো সচেতন হতে হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক ক্যামপেইন স্কুল পর্যায়ে করা হবে।