ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ
ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে রবিবার সন্ধ্যায় সিটি মেয়র হলরুমে মৎস্যজীবী লীগের আয়োজনে 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শহীদ তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মৃধা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সম্মানিত সদস্য আবুল বাসার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের সদর উপজেলার আহ্বায়ক, সদস্য সচিব সহ বিভিন্ন উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯, তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক ও স্বার্থক হোক,স্লোগান সামনে রেখে মৎস্যজীবী লীগ এর সকল নেতৃবৃন্দের নিয়ে কেক কাটা ও আনন্দ-উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।