নওগাঁয় ড্রেন পরিষ্কার করতে গিয়ে আবর্জনার সাথে মিলল মানুষের মাথার খুলি। সোমবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটালিড় মোড়ের এলাকার একটি ড্রেনে খুলিটি পাওয়া যায়।
পৌরসভার পরিচ্ছন্ন কর্মী খাইরুল ইসলাম বলেন, আমি প্রতিদিনের মত সোমবার ( আজ) পাটালিড় মোড়ের একটি ড্রেন পরিস্কারের কাজ করছিলাম। এসময় বেলা ১১টার দিকে আবর্জনার মধ্যে মানুষের মাথার খুলি দেখতে পাই। খুলিটি দেখার পর খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তার পর সদর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুল মালেক খোয়াজ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল গিয়েছিলাম। এখন কতদিন আগের খুলি, কোথায় থেকে পানির সাথে ভেসে এসেছে বা কেউ ফেলে দিয়েছে কিনা এসব পুলিশ নিশ্চয় তদন্ত করে বের করবে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, মাথার খুলির ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাথার খুলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়ে। সার্বিক বিষয় আমরা তদন্ত করবো।